Jinnah - - - - -
জিন্নাহ'র মতো একজন শীয়া যখন পাকিস্তানের স্থপতি হন তখন কোনো সুন্নী মুসলমান শীয়া হওয়ার কারণে তার বিরোধিতা করেন নি।
মুসলিম বিশ্বে শীয়া-সুন্নী সহিংসতা শুরু হয়েছে ১৯৭৯ সালে ইরানে খোমেনির নেতৃত্বে শীয়াবিপ্লব হওয়ার পর থেকেই । খোমেনি যখন ফ্রান্সের নির্বাসিনী জীবন ত্যাগ করে ইরানের ধর্মীয়নেতায় পরিণত হন, তখন মুসলিমবিশ্বের বিপ্লবীরা তাকে সাধুবাদ ও অভিনন্দন জানান । কিন্তু খোমেনি সে অভিনন্দনের জবাব দেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কাশফে আসরার নামক বই লিখে । এই বইয়ে তিনি অশ্রাব্য ভাষায় সাহাবায়ে কেরাম রাযি. কে গালি দেন। এবং এই বই ইরানি দুতাবাসের মাধ্যমে সারা মুসলিমবিশ্বে ছড়িয়ে দিতে সচেষ্ট হোন । ( collection )
জিন্নাহ'র মতো একজন শীয়া যখন পাকিস্তানের স্থপতি হন তখন কোনো সুন্নী মুসলমান শীয়া হওয়ার কারণে তার বিরোধিতা করেন নি।
মুসলিম বিশ্বে শীয়া-সুন্নী সহিংসতা শুরু হয়েছে ১৯৭৯ সালে ইরানে খোমেনির নেতৃত্বে শীয়াবিপ্লব হওয়ার পর থেকেই । খোমেনি যখন ফ্রান্সের নির্বাসিনী জীবন ত্যাগ করে ইরানের ধর্মীয়নেতায় পরিণত হন, তখন মুসলিমবিশ্বের বিপ্লবীরা তাকে সাধুবাদ ও অভিনন্দন জানান । কিন্তু খোমেনি সে অভিনন্দনের জবাব দেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কাশফে আসরার নামক বই লিখে । এই বইয়ে তিনি অশ্রাব্য ভাষায় সাহাবায়ে কেরাম রাযি. কে গালি দেন। এবং এই বই ইরানি দুতাবাসের মাধ্যমে সারা মুসলিমবিশ্বে ছড়িয়ে দিতে সচেষ্ট হোন । ( collection )
No comments:
Post a Comment