চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের উন্নয়ন ও পুনর্বাসনে বৃহত্তম দাতা। যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএস-এইড বাংলাদেশের স্থানীয় এনজিওদের সঙ্গে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রায় ১৭ হাজার রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করেছে এবং এটি চলমান রয়েছে। .... Link
2019
নির্যাতিত সাংবাদিক তাসনিম খলিলের সাক্ষাৎকার
A) তাসনিম খলিল এক-এগারোর সময় ডেইলি স্টারের সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক পর্যায়ে ডিজিএফআইয়ের হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হন। ডেইলি স্টারের ফোরাম ম্যাগাজিনে ‘তারেক রহমান, ডিজিএফআই এবং জঙ্গি মদদের’ বিষয় নিয়ে প্রতিবেদনটি তিনিই করেছিলেন।
B) তাসনিম ছাড়া পাওয়ার পর বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে চলে যান। এখন তিনি সুইডেন থেকে প্রকাশিত ‘ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড রিপোর্ট’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
C) তিনি বাংলা ট্রিবিউনকে দেওয়া লিখিত সাক্ষাৎকারে আরও বলেন, ‘মাহফুজ আনামের উচিৎ হবে বাংলাদেশের সাংবাদিকতার স্বার্থে ওই সময়ে তার পত্রিকায় যা হয়েছে তা পুরোপুরি প্রকাশ করা। ডেইলি স্টারে সেই সময় ডিজিএফআইয়ের কনডুইট বা প্ল্যান্ট কে বা কারা ছিলেন তা জানানো। এজন্য একটি কমিশনও করা যেতে পারে।’
D) তিনি প্রশ্ন তুলেছেন, ‘জানার পরও নির্যাতনের মাধ্যমে আদায় করা তথ্য প্রকাশ সাংবাদিকতার কোন নীতিমালায় পড়ে?’ বলেছেন, ‘২০০৭ সালের জানুয়ারি থেকে মে মাসে আমাকে গ্রেপ্তারের পূর্বে বিভিন্ন রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের চরিত্র হননকারী যে খবরগুলি ডেইলি স্টারে ছাপা হয়েছিল, সেগুলো কাদের অনুমতি বা প্ররোচনায় প্রকাশিত হয়েছিল? এ প্রশ্নের জবাব সম্ভবত মাহফুজ আনামই ভালো দিতে পারবেন।’
.............................................To visit the Posts on this topic , click on the Label ' Burning Issues '
01) BD Online Activists 1
02) ১৯৭৪–২০১৯
লাশ ও খুনি তৈরি করা ছাত্ররাজনীতি
03) ‘ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত’
02) ১৯৭৪–২০১৯
লাশ ও খুনি তৈরি করা ছাত্ররাজনীতি
03) ‘ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত’
04) ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সর্বনাশ
No comments:
Post a Comment