News & Views
BD 2025 - January
⚞@KabirSir⚟
14/01/2025
001) সংসার ভেঙেছে হাসিনাপুত্র সজিব ওয়াজেদ জয়ের। সোমবার ফেসবুক পোস্টে সংসার ভাঙার বিষয়টি নিশ্চিত করে জয় বলেন, তিনি ও তার স্ত্রী ক্রিস্টিন প্রায় তিন বছর আগে আলাদা হয়ে গেছেন।
002) খাসি বলে ঘোড়ার মাংস বিক্রি করে আটক ২
... শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ বলেন, আমি শুনেছি। কাজটি মোটেও ঠিক হয়নি, কারণ ঘোড়ার মাংস খাওয়া একজন মুসলমান জন্য হারাম। ভবিষ্যতে যেো কেউ এমন কাজ না করতে পারে সকলকে সতর্ক থাকতে হবে।
দেশে ব্যাংক কেলেংকারির অন্যতম হোতা এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তার ১৬টি স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন বিচারক।
.... ব্রাহ্মন্দি ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ১৯২টি সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত।
004) পদত্যাগ করেছেন টিউলিপ ...
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
C) আপনার জন্য দরজা খোলা রইল: টিউলিপকে স্টারমার
005) নবম ও দশম শ্রেণির একটি পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
২০২৪ সালের জুনের শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের নেওয়া দেশি ও বিদেশি ঋণের পরিমাণ ১৮ লাখ কোটি টাকা। বাংলাদেশের লোকসংখ্যা যদি ১৮ কোটি ধরা হয়, তাহলে আমাদের প্রত্যেকের রাষ্ট্রীয় ঋণভার হচ্ছে ১ লাখ টাকা। না, এ ঋণভারে কোনো ব্যক্তিগত ঋণ নেই, এটা হচ্ছে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়। আমরা এ দায় না মেটাতে পারলে এ ঋণভার বর্তাবে ভবিষ্যৎ প্রজন্মের ওপর। ....
চার বছর আগে সংখ্যাটি ছিল ১১ লাখ কোটির মতো।
১৮ লাখ কোটি সংখ্যাটি গত কয়েক বছরের তিনটি বাজেটের সমান। মোট ঋণের মধ্যে দেশজ ঋণের পরিমাণ ১০ লাখ ২০ হাজার কোটি টাকা ও বিদেশি ঋণের পরিমাণ ৮ লাখ ১২ হাজার কোটি টাকা। মোট ঋণে দেশজ ঋণের অংশ ছিল ৫৬ শতাংশ ও বিদেশি ঋণের অংশ ৪৪ শতাংশ।
⚞@KabirSir⚟
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম টানা দুই মাস অপরিবর্তিত রেখেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকা। এর মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ায় সংস্থাটি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়েছে।
⚞@KabirSir⚟
YT: ‘অধিকাংশ উপদেষ্টা গণঅভ্যুত্থানের অংশ নেয়নি’ | Barrister Fuaad | Ekhon TV
⚞@KabirSir⚟
🡆🡺১৬ জানুয়ারি ২০২৫🡸🡄
হাজার কোটি টাকার তেল-চিনি-ডাল কেনার সিদ্ধান্ত ...
A) নতুন করে দুই দেশ থেকে ১ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে পাকিস্তান থেকেই জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল ও ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি চাল কেনা হবে।
B) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল, ৫ কোটি ৫০ লাখ লিটার ভোজ্যতেল এবং ১৫ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ১৯৭ কোটি ৫৪ লাখ টাকা।
⚞@KabirSir⚟
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব .....
A) তালিকায় থাকা ১৪ সাংবাদিক হলেন- ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ জার্নালের শাহজান সরদার, এপির ব্যুরো চিফ জুলহাস আলম, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন, ফ্রিল্যান্স সাংবাদিক সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদির, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ এবং ডেইলি পিপলস লাইফের সম্পাদক মো: আজিজুল হক ভুঁইয়া।
B) তালিকায় আরও আছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্পোর্টস ইনচার্জ স্বপন বসু, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার তাহমিদা সাদেক জেসি, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার নীলাদ্রি শেখর কুন্ডু, বাংলা টিভির নজরুল কবীর, গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, গ্রীন টিভির সাজু রহমান এবং সাবেক বাংলাভিশনের আমিনুর রশীদ।
⚞@KabirSir⚟
তোফায়েল আহমেদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ
⚞@KabirSir⚟
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত-যুক্তরাষ্ট্র
⚞@KabirSir⚟
No comments:
Post a Comment