আমি বাসায় ফিরি রাত করে। মা আমার জন্য অপেক্ষা করে থাকেন। আমি এলে ভাত-তরকারি সাজিয়ে দেন টেবিলে। মাছ-মাংস ছাড়া আমি খেতে পারি না। আমার জন্য তাই প্রতিদিন মাছ-মাংসের ব্যবস্থা থাকে।
সে দিনও যথারীতি আমি রাত করে বাসায় ফিরলাম/ দেখি,মা শুয়ে পড়েছেন/ টেবিলে খাবার রাখা।
কিন্তু মাছ-মাংস নেই। কী সব হাবিজাবি শাক-সবজি। আমার খুব রাগ হলো। ধুর আজকে বাসায় ভাতই খাব না/
সশব্দে দরজা খুলে বেরিয়ে গেলাম/
সে দিনও যথারীতি আমি রাত করে বাসায় ফিরলাম/ দেখি,মা শুয়ে পড়েছেন/ টেবিলে খাবার রাখা।
কিন্তু মাছ-মাংস নেই। কী সব হাবিজাবি শাক-সবজি। আমার খুব রাগ হলো। ধুর আজকে বাসায় ভাতই খাব না/
সশব্দে দরজা খুলে বেরিয়ে গেলাম/