Monday, January 27, 2014

কার কি হলো ?

কার কি হলো ? 





কার কি হলো ? 




১. নেতারা গুম হলো. মায়ের বুক খালি হলো,
বিরোধিদল পঙ্গু হলো, কার কি হলো?

২. বিশিস্ট ব্যক্তিরা খুন হলো, অনেক বড়
আন্দলোন হলো, নতুন ইস্যু তৈরী হলো,
ঘটনা চাপা পড়লো।
কার কি হলো?

৩. নেতারা টাকা চুরি করল, অনেক
টাকা দেনা হলো, জনগনের মাথায়
বোঝা পড়লো, দ্রব্য-মূল্যের দাম বুদ্ধি পেলো,
জনগন পথে বসল। কার কি হলো?

৪. মন্ত্রিরা দূর্নিতি করল, সবার
কাছে ধরা পরল, দপ্তর বিহিন মন্ত্রি হলে,
আগের থেকে ক্ষমতা বৃদ্ধি পেল। কার কি হলো?

৫. সবকিছুর নাম পরিবর্তন হলো, অনেক
টাকা খরচ হলো, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি পেল, দ্রব্য
মূল্যের দাম বৃদ্ধি পেল, গরিব আরো গরিব হলো।
কার কি হলো?

৬, তত্বাবধায়ক সরকার বাদ হলো, গনতন্ত্র
একনায়কতন্ত্র হলো, বিরোধিদল ধ্বংস হলো।
কার কি হলো?

৭. বিরোধি দলের মিছিল-মিটিং বন্ধ হলো,
সরকার দেশের শান্তি আনলো, একের পর এক
হরতাল হলো, দেশ-জাতি পঙ্গু হলো, কার
কি হলো?

৮. ধনী আরে ধনী হলো, গরিব
দেশে না খেয়ে রইলো, বিদেশি সাহায্য বন্ধ
হলো, কার কি হলো?

৯. কল-কারখানায় আগুন লাগলো, আগেই সবকিছু
সরানো হলো. ইন্সুরেন্স কোমপানী ক্ষতিপূরণ দিল,
শ্রমিক মজুর কাজ হারালো, নতুন নামে আবার
এলো, কার কি হলো?
১০.....................

আমার জন্যে দোয়া করবেন।

(Collection from "অবাক পৃথিবীর আজিব মানব" )

History repeats itself.


No comments:

Post a Comment