Sunday, January 26, 2014

মুজিবের ৭-ই মার্চ ভাষণের প্রতিক্রিয়ায় গোলাম আজম

 দৈনিক আজাদের ১০ মার্চ ১৯৭১ সংখ্যা ===>>  তাতে শেখ মুজিবকে ৭ মার্চের ভাষনের জন্য জামায়াত অভিনন্দন জানিয়েছিল এবং অবিলম্বে বিজয়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তাস্তরের জোর দাবী জানিয়েছিলেন তৎকালীন জামায়াত নেতারা। - - - -

ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় ====>>

 দুর্লভ পেপার কাটিং। এর পরেও কি বলা হবে জামায়াত আগা গোড়া দেশদ্রোহীতায় লিপ্ত ছিল? ডান পাশের বিবৃতি প্রকাশ হয় দৈনিক আজাদের ১০ মার্চ ১৯৭১ সংখ্যায় তাতে শেখ মুজিবকে ৭ মার্চের ভাষনের জন্য জামায়াত অভিনন্দন জানিয়েছিল এবং অবিলম্বে বিজয়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তাস্তরের জোর দাবী জানিয়েছিলেন তৎকালীন জামায়াত নেতারা। বাম পাশের বিবৃতিটি প্রকাশিত হয় ১৭ মার্চ ১৯৭১।- দেশকে চুড়ান্ত বিভক্তি থেকে রক্ষার জন্য শেখ মুজির-ইয়াহইয়ার বৈঠকের সফলতা কামনা করে প্রেসিডেন্ট ইয়াহইয়াকে দ্রুত শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান অধ্যাপক গোলাম আযম। বোধগম্য করবার জন্য পুরাতন কাটিং এর ভেতরের কথাই এর সত্যতার জন্য যথেষ্ট।






Golam Azom --- a victim of propaganda ?
শেখ মুজিবের ৭-ই মার্চ ভাষণের প্রতিক্রিয়ায় গোলাম আযম 

No comments:

Post a Comment