Friday, January 24, 2014

অপরাজনীতি

" আজ যাদেরকে যুদ্ধাপরাধী বলা হচ্ছে অতীতে আ.লীগ তাদের সাথে নিয়ে রাজনীতি করেছে - আন্দোলন করেছে। ফলে তাদের মুখে এটা মানায় না।"

Hilali ( a person ) 

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪ ০৭:২৬
নৈতিকতা বিবর্জিত রাজনীতিই হলো অপরাজনীতি। নৈতিকতার মূলে রয়েছে ধর্মের প্রতি গভীর বিশ্বাস এবং নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি। সুকৌশলে মানুষকে সে বিশ্বাস থেকে সরিয়ে রাখা হচ্ছে। একজন ধর্মপ্রাণ মানুষ সাম্প্রদায়িক নন-তিনি মানবতাবাদী। যুদ্ধাপরাধী একটি রাজনৈতিক ইস্যু। আ.লীগ তার রাজনৈতিক স্বার্থে এটাকে ব্যবহার করছে। আজ যাদেরকে যুদ্ধাপরাধী বলা হচ্ছে অতীতে আ.লীগ তাদের সাথে নিয়ে রাজনীতি করেছে-আন্দোলন করেছে। ফলে তাদের মুখে এটা মানায় না।  LINK 

No comments:

Post a Comment