Tuesday, January 20, 2015

এটা মিথ্যার পৃথিবী , স্বার্থের পৃথিবী




Source LINK 




নারীর প্রতি ' আল্লাহ্‌ ' তালাহ স্বাভাবিক একটি আকর্ষণ দিয়েছেন, সে সুযোগে নারীরা আজ কিনা করছে !


ধাক্কা মেরে সেদিন লন্ডনে এক ছেলেকে ,এক মেয়ে ৪ তালা হতে ফেলে দেয় এবং সে মারা যায় ।
''এটা মিথ্যার পৃথিবী , স্বার্থের পৃথিবী !!তাই জীবন দিয়ে দিব , তোমাকে ছাড়া কিছু ভাবতে পারিনা , তুমি আমার জীবন , আমার স্বপ্ন , ভালবাসা বা অন্য আরও হাবি যাবি যত কিছুই বলুক; বিশ্বাস করবেন না , মেয়েদের আকল কম তাই সাময়িক বেহুঁশ হয়ে এমন কথা গূলো তারা বলতেই পারে , তারা সামান্য স্বার্থের জন্য যেমন আপনার সাথে গভীর ভাবে মিশতে পারে আবার সেকেন্ডে ধাক্কা দিয়ে আপনাকে ফেলে চলে যেতে পারে । বাস্তবিক এরা অক্ষম থেকে অক্ষম।ওদের কোমলতা আর আকর্ষণ দিয়ে এরা কত ইমানদারের দুনিয়া ও আখিরাত শেষ করেছে ; তা বলা শেষ করা যাবেনা।
প্রিয় পাঠক ,
'' আমার খুব প্রিয় এক ভাই আমাকে বলছিল -
__সে যাকে বিয়ের করার স্বপ্ন দেখেছে ; যার জন্য তার অনেক ত্যাগ ছিল , যার স্বপ্নে কোন রকম প্রতারণা ছিলনা, যার মধ্যে কোন প্রতারণা বা ধোঁকা ছিলনা ;সে মেয়েও কোন কারনে তাকে ছেড়ে অন্যের সংসারে বউ হয়ে চলে গেছে।
তখন , আমি জবাবে বলেছিলাম- ''ভাই, আপনি কষ্ট পেয়েছেন। তবে 'আল্লাহ্‌' আপনার জন্য কোন রাজকুমারী এনে দিবেন। যে হয়ত আপনার জন্য এখন চুল শ্যাম্পু করছে , চুলে ফুল গাঁথছে , যে হয়ত আপনার কথায় ভাবছে , যে শুধু আপনার জন্য ই একান্ত কোন রানী হবে । যে চলে গেছে ;সে আপনার ছিলনা ।

No comments:

Post a Comment