Sunday, April 6, 2014

Mujib vs Zia


মুজিব আর জিয়া তুলনা - গবেষণা : মুফাস্সিল ইসলাম


__________________________________________
১.মুজিবের জন্ম বাংলাদেশে নয় ! জিয়া বাংলাদেশের সন্তান !
২.মুজিবের বাবার নাম নিয়ে প্রশ্ন আছে ! জিয়ার বাবার নামে সমস্যা নেই !

৩.মুজিব বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত ! জিয়া মিলিটারী একাডেমির পুরস্কার প্রাপ্ত !
৪.মুজিব ১৯৬৮/১৯৬৯ সালে ভারতের সাথে আগরতলা ষড়যন্ত্র এবং স্বাধীনতার
পর গোলামী চুক্তি করেছিল আর স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে স্বেচ্ছায় ধরা
দিয়ে ভুট্টুর সাথে একই জেলে আলাপ চালিয়েছিল আর জিয়া ভারতের বিরুদ্ধে ১৯৬৫ সালে এবং পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে যুদ্ধ করেছিলেন !
৫.মুজিব ১৯৫৮ সালে উপ -স্পিকার হত্যার দায়ে জেলে গিয়েছিল আর জিয়া কখনো হত্যা মামলায় জড়িত ছিলেন না !
৬.মুজিব ১৯৬১ সালে শামসুল হকের স্ত্রীর সাথে অবৈধ এবং বিবাহ বহির্ভূত পরকিয়া প্রেম ছিল কিন্তু জিয়ার কোনো অবৈধ সম্পর্ক ছিল না !
৭.মুজিব ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেয় নি কিন্তু জিয়া ২৬ শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন !
৮.মুজিব স্বাধীনতার পর মুক্তিবাহিনীকে অপমান করে দেশের রক্ষার ভার ভারত পুষ্ট রক্ষীবাহিনীর হাতে ছেড়ে দিয়েছিল আর জিয়া দেশের সামরিক বাহিনীকে গড়েছিলেন সেই ১৯৬৫ আগে থেকেই !
৯.মুজিবকে সিংহভাগ মুক্তিযোদ্ধা সেনা সদস্যরা ঘৃনা করতো আর জিয়াকে অধিকাংশ মুক্তিযোদ্ধা সেনা সদস্যরা ভালোবাসতো !
১০.মুজিব ফ্যাসিবাদী সংগ্রাম করতো আর বিহারী হত্যাকে উস্কানি দিত সেই ১৯৬৯ সাল থেকেই কিন্তু জিয়া সকল ধর্ম বর্ণের মিশ্রণে বাংলাদেশী ভৌগলিক জাতীয়তাবাদের কথা বলতেন !
১১.মুজিব সকল বিরোধী দলের রাজনীতি নিষিদ্ধ করে বাকশাল করেছিল আর জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন !
১২.মুজিব নিজেকে আজীবন রাষ্ট্র প্রধান ঘোষণা করেছিলেন ! জিয়া গণতান্ত্রিক নির্বাচন দিয়েছিলেন !
১৩.মুজিব দেশে চাটুকার আর চোরদের কিছুই করতে পারেনি বরঞ্চ নিজের দলের মধ্যে নিজের অসহায়ত্বের
কথা বলেছিল "যেমন পাকিস্তান রেখে গেছে চাটার দল" কিন্তু জিয়া শক্ত হাতে চোর এবং দেশদ্রোহীদের
নিয়ন্ত্রণ করেছিলেন - যেমন তাহেরকে ঝুলিয়েছিলেন !
১৪.মুজিব গুম খুনের রাজনীতি করতো আর তাই দুই লক্ষের বেশি বিরোধীদের হত্যা করে বলেছিল "কোথায় সিরাজ সিকদার" কিন্তু জিয়া গুম খুনের রাজনীতি না করে বরঞ্চ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন !
১৫.মুজিব বীরাঙ্গনাদের সন্তানদের আমাদের দেশের সংগ্রামের গর্বের প্রমান না বলে পাকিস্তানের বিষ বলেছিল আর জিয়া নতূন কুড়ির মতন অনুষ্ঠানের অনুপ্রেরণা দিয়ে ভবিস্যত প্রজন্মকে আলোর পথ দেখিয়েছিলেন !
১৬.মুজিব দেশের দুর্ভিক্ষ নিয়ে তামাসা আর হটকারিতা করে দেশের মানুষের অনাহারের কথা বিদেশী সাংবাদিকদের কাছে অস্বীকার করেছিল (জন পিলজারের ভিডিও দেখুন) কিন্তু জিয়া খাল খনন পরিকল্পনা
হাতে নিয়ে দেশের অনাহারী মানুষের মুখে খাদ্য আর আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন !
১৭.মুজিব তার অর্ধেক কেবিনেট নিজের এলাকার মানুষ আর আত্মীয় স্বজন দিয়ে ভরে ফেলেছিল আর জিয়ার আপন ভাইকেই বাংলাদেশের ৯৯% মানুষ চিনতো না ! মুজিব তার ভাইকে খুলনার চোরাকারবারির সর্দার বানিয়ে (যার নাম এখন খুলনার ক্রিকেট স্টেডিয়াম) প্রচন্ড ধনী বানিয়েছিল !
১৮.দুর্ভিক্ষের সময় মুজিব তার ব্যাঙ্ক ডাকাত আর বদমাশ ছেলেকে হীরার মুকুট পরিয়ে বিয়ে দিয়েছিল আর
তারেক রহমান বাবার শার্ট ছোট করে স্কুলে পরে যেতো ! (আমি নিজে তার স্বাক্ষী)
১৯.মৃতুর পর মুজিবের ছবির সামনে চলে নিরব পূজা আর জিয়ার মাজারে হয় ফাতেহা পাঠ ! LINK

No comments:

Post a Comment