অর্থায়নের সাথে সংশ্লিষ্টঃ
অর্থ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে_ ইসলামী ব্যাংক লিমিটেড, ফারইস্ট ইসলামী ব্যাংক, ফয়সাল ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন, ইসলামী ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে
_ ইবনে সিনা ট্রাস্ট, বাংলাদেশ মসজিদ মিশন, দারুল ইহসান ট্রাস্ট, আল ইনসান ফাউন্ডেশন।বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিডি ফুডস, টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইয়ুথ গ্রুপ, কেয়ারি গ্রুপ, মিশন গ্রুপ, মেট্রো গ্রুপ এবং
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন দিগন্ত টেলিভিশন, নয়াদিগন্ত, সংগ্রাম, দিগন্ত মিডিয়া করপোরেশন, আল মানার অডিও ভিউসাল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে
ইসলামী ব্যাংক হাসপাতাল, আইবি মেডিকেল কলেজ, আইবি কমিউনিটি হসপিটাল, আইবি ফিজিওগ্রাফি অ্যান্ড ডিজ্যাবল রিহ্যাবিলিটেশন সেন্টার, ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আইএস ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, আল মাগরিব চক্ষু হসপিটাল, ফুয়াদ আল খতিব মেডিকেল ট্রাস্ট ও সেন্টার ফর ডেভেলপমেন্ট ডায়ালগ।বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে
কেয়ারি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তালিকাভুক্ত পিংক সিটি, মিশন ডেভেলপারস, কেয়ারি হোল্ডিং, কোরাল রিফ, ইনটিমেট হাউজিং, সোনারগাঁ হাউজিং, আল-হামরা শপিং সেন্টার (সিলেট), মেট্রো শপিংমল, মনোরম আইবি ক্রাফট অ্যান্ড ফ্যাশন।শিক্ষা মন্ত্রণালয়ের তালিকাভুক্ত
আইবি ইনস্টিটিউট অব টেকনোলজি,আইবি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ,
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং,
কিং ফয়সাল ইনস্টিটিউট,
মানারাত বিশ্ববিদ্যালয়,
কুমিল্লার আল-আমিন একাডেমী,
ইসলামী প্রি-ক্যাডেট স্কুল,
লাইসিয়াম কিন্ডারগার্টেন,
আল হেরা কিন্ডারগার্টেন।
এনজিওবিষয়ক ব্যুরোর তালিকাভুক্ত দেশি-বিদেশি ৪৩ এনজিওর কর্মকাণ্ডে জামায়াতের পৃষ্ঠপোষকতা রয়েছে।
এগুলো হচ্ছে_সেন্টার ফর হিউম্যান রাইটস,
ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন,
জাস্টিস কনসার্ন,
ইসরা ইসলামিক ফাউন্ডেশন,
ইসহারুল মুসলিমিন,
রাবিতা আল আলম আল ইসলামী,
আল হারামেইন ইসলামী ফাউন্ডেশন,
আল ফোরকান ফাউন্ডেশন,
ফুয়াদ আল খতিব ফাউন্ডেশন,
সার্ভেন্টস অব সাফারিং হিউমিনিটি ইন্টারন্যাশনাল,
ইসলাহুল মুসলিমিন,
রিভাইভল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি,
আহলে হাদিস লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার,
রাবেতা তৌহিদ ট্রাস্ট,
বেনোভোলেন্ট ট্রাস্ট,
আল হারমেইন,
কুয়েত চ্যারিটেবল ট্রাস্ট,
ইসলামিক রিলিফ এজেন্সি,
মুসলিম এইড বাংলাদেশ,
ইসলামিক এইড সমিতি,
অ্যাসোসিয়েট অব মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন,
আদর্শ শিক্ষা পরিষদ,
আদর্শ কুটির,
এগ্রো-ইন্টারন্যাশনাল ট্রাস্ট,
আল ফারুক সোসাইটি,
আল আমিন,
আল মুদারাবা ফাউন্ডেশন লিমিটেড,
আল মজিদ সোসাইটি,
আল ইনসান-সুনিসি সমিতি,
আঞ্জুমান ইতিহাদ বাংলাদেশ,
অ্যাসোসিয়েশন ফর ওয়েলফেয়ার অব হিউম্যান সার্ভিসেস,
অ্যাসোসিয়েশন অব মুসলিম ওয়েলফেয়ার এজেন্সি ইন বাংলাদেশ,
বায়তুস সার্ফ ফাউন্ডেশন লিমিটেড,
সাথিয়া-বাংলা পরিষদ,
বাংলাদেশ কৃষি কল্যাণ সমিতি,
ইনস্টিটিউট অব ইসলামিক ফ্রন্ট,
বাংলাদেশ মসজিদ সমাজ,
দারুল ইফতা,
দারুস সালাম সোসাইটি,
ধলেশ্বরী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি,
আল ফারুক ইসলামিক ফাউন্ডেশন ও
মানারাত ট্রাস্ট।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে
বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র,সাইমুম সাংস্কৃতিক কেন্দ্র,
ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে
ইনস্টিটিউট অব ইসলামিক হাইয়ার লার্নিং সোসাইটি,আল মারকাজুল ইসলামী ও
অ্যাসোসিয়েশন অব মুসলিম ওয়েলফেয়ার এজেন্সিস অব বাংলাদেশ।
No comments:
Post a Comment