১। এরা সীমান্ত অরক্ষিত রেখে বিজিবি কেন রাস্তায় সে প্রশ্ন তুলে না।
২। দিনের পর দিন ইডেনে কলেজে জোরপূর্বক দেহব্যবসার কথা তুলে ধরে না।
৩। পিলখানার শহীদ পরিবারের কথা বলে না।
৪। পদ্মা সেতু কেন,কার কারণে হল না সে বিষয়ে কোন তদন্ত প্রতিবেদন করে না।
৫। সালমান এফ রহমান,লোটস কামাল,ফারুক খান,আবুল হোসেন,সুরন্জিতের মত বড় বড় চোর কেন বিচারের আওতাধীন নয় সে প্রশ্ন তুলে না।
৬। মধ্যপ্রাচ্য থেকে কেন হাজার হাজার শ্রমিক ফেরত আসছে সে প্রশ্ন তুলে না।
৭। মানুষের কষ্টের উপার্জিত টাকায় কুইক রেন্টালের নামে ১০টাকার বিদ্যুত্ ১০০টাকায় কেন সরকার সে প্রশ্ন তুলে না।
৮। তারা বিশ্বজিতের কুপিয়ে মারার দৃশ্য ধারন করতে পারে কিন্তু রক্ষা করতে এগিয়ে যায় না আর তার হত্যাকারীদের দ্রুত বিচারের সম্মুখীন কেন করা হল না সে প্রশ্ন তুলে না।
৯। মুসলিম হত্যার ব্যাপারে তারা নিরব ভুমিকা পালন করে অথচ ভিন্ন ধর্মের কেউ মারা গেলে সংখ্যালঘু করতে করতে জামাতশিবির এবং বিএনপির দোষ চাপাতে চেষ্টা করে।
১০। তারা শেয়ার বাজারের সব কিছু হারানো পরিবারের কথা তুলে ধরে না।
১১। তারা নাস্তিকের পক্ষে আর ইসলামের বিপক্ষে কথা বলে।
--------------------------------------------------------------- BY [বায়েজিদ] LINK Link
No comments:
Post a Comment