ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি
সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।।
পাপ-বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যাঁরা
মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি-ধারা
উচ্চ-নীচের ভেদ ভাঙি দিল সবারো বক্ষ পাতি’।।
কেবল মুসলমানের লাগিয়া আসেনি’ক ইসলাম
সত্যে যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম
আমির ফকিরে ভেদ নাই – সবে ভাই, সব এক সাথি।।
নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর্ সম অধিকার
মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার।
আধার রাতির বোরখা উতারি এনেছি আশার-ভাতি।।
========কাজী নজরুল ইসলাম========
নজরুল সঙ্গীত অডিও গানের তালিকা --->>
1) http://islamisongbd.com/audio.php?ctg=নজরুল+সঙ্গীত
এখানে আছে মোট 675 টি গীতি ------>>
2) http://www.nazrulgeeti.org/index.php/2012-09-24-19-36-30/16-dha/448-2012-12-29-10-12-40
3) কাজী নজরুল ইসলাম-এর কবিতা ---->>
http://www.bangla-kobita.com/nazrulislam/
4) কাজী নজরুল ইসলাম এর ১০ টি কবিতা ----->>
http://www.somewhereinblog.net/blog/Kawsarbdbest/29328007
5) কাজী মোতাহার হোসেন এর কাছে লিখা কাজী নজরুল ইসলাম এর একটি চিঠি। ---->>
http://www.amrabondhu.com/raihansayeed/3220 — with Rusho Karim and 17 others.
Many Info here ===>>
ReplyDeletehttp://www.somewhereinblog.net/blog/MANIRA/29870179