29/12/24 1220AM
001) A) ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি
B) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও মুখ্য সংগঠক সারজিস আলম কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রয়েছেন।
C) বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যসংখ্যা হচ্ছে ১৪৭ জন। এঁদের মধ্যে আটজন যুগ্ম আহ্বায়ক, আটজন যুগ্ম সদস্যসচিব, পাঁচজন সহমুখপাত্র, চারজন যুগ্ম মুখ্য সংগঠক এবং ১৪ জন সংগঠক। এই ৩৯ জন বাদে অন্যরা (১০৮ জন) জাতীয় নাগরিক কমিটিতে সদস্য হিসেবে আছেন। এবার এই দুই অংশ থেকে ৩৬ জনকে নিয়ে নির্বাহী কমিটি করা হলো।
D) এ নিয়ে দেশের ১০৮টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা ও উপজেলা ২৬টি। এর বাইরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিনিধি কমিটি করা হয়েছে। ঢাকার কমিটিগুলোর মোট প্রতিনিধির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৬।
E) অন্যদিকে সর্বশেষ ঘোষিত কমিটিগুলোসহ ঢাকার বাইরে বিভিন্ন জেলার ৮২টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এসব কমিটির মোট প্রতিনিধির সংখ্যা ৮ হাজার ৫৫২।
F) ঢাকা ও ঢাকার বাইরের কমিটিগুলো মিলিয়ে থানা ও উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির মোট প্রতিনিধি এখন ১১ হাজার ৩১৮ জন।
G)
No comments:
Post a Comment