Source LINK
বিএনপি কি একটা রাজনৈতিক দল? এই দলটির কোনো প্রয়োজন আছে কি?
যেকোনো রাজনৈতিক দলের প্রধান কাজই হচ্ছে জনগণের সমস্যা ও ইস্যুর র সাথে একাত্ম হয়ে সমাধানের জন্য কাজ করা, গণ-বিরোধী যেকোনো কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম করা। কিন্তু আমরা কি দেখি - যখন শেয়ারমার্কেট থেকে ৪০ হাজার কোটি টাকা লুট করে ৪ কোটি নাগরিককে পথে বসানো হ'ল তখন বিএনপি টু শব্দটি করেনি, যখন ডেস্টিনি, "বিসমিল্লাহ", হলমার্ক গ্রুপের কেলেঙ্কারীতে জনগণের হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যায় তখন ও বিএনপি নিশ্চুপ, যখন তিস্তা নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয় তখন ও বিএনপির মুখে কথা নেই, যখন কুইক-রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সরকারি দলের দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় তখন ও বিএনপির কোনো কার্যকরী ভূমিকা নেই, যখন সীমান্তে নিরীহ বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করে তখন ও বিএনপি কোনো রা' করেনা, যখন সরকারি দলের লোকের হাতে প্রতিদিন অসংখ্য মানুষ খুন-গুম হয় তখন ও বিএনপি বসে বসে ঝিমায়, যখন সরকার প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারি করে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে ধূলিস্যাত করে, দেশের স্বার্থ অনায়াসে বিকিয়ে দেয় তখন ও বিএনপি বসে বসে হিসেব কষে, যখন অনির্বাচিত একটা সরকার জনগণের কাঁধে চড়ে বসে তখন ও বিএনপি বসে বসে আঙ্গুল চূষে।
এরকম বিরাট বিরাট এতোগুলো জাতীয় ইস্যুকে পূঁজি করে যারা বিপুল জনসমর্থন আদায় করতে পারেনা, দেশবাসীকে সংগঠিত করে একটা গণ-অভ্যুত্থান ঘটাতে পারেনা, একটা সফল আন্দোলন করে সরকারকে হঠাতে পারেনা, তাদেরকে কি কারণে একটা রাজনৈতিক দল বলা যাবে তা আমার মাথায় আসেনা। গত সাত বছর ধরে বিএনপি শুধু একটা দাবিই করে আসছে, "নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে", কিন্তু তাদের সেই দাবির প্রধান কারণ নিজেদের ক্ষমতায় যাবার পথ সুগম করা। জনগণের কোনো সমস্যার সাথে সম্পৃক্ত না হয়ে কিংবা নাগরিকদের ইস্যুর প্রতি ভ্রূক্ষেপ না করে বিএনপির শুধু একটাই খায়েস, "ক্ষমতায় যেতে চাই"। এরকম একটা রাজনৈতিক দলের কোনো প্রয়োজন আছে কি? বিএনপির অস্তিত্ব এখনো টিকে আছে শুধু একটি কারণে - আওয়ামী লীগের কাজকর্মে মানুষ দারুণভাবে অতীষ্ঠ, নতুবা বিএনপির মতো কোনো দলের নাম এখন কেউ জানার প্রয়োজন পড়তো না।
বিএনপি কি একটা রাজনৈতিক দল? এই দলটির কোনো প্রয়োজন আছে কি?
যেকোনো রাজনৈতিক দলের প্রধান কাজই হচ্ছে জনগণের সমস্যা ও ইস্যুর র সাথে একাত্ম হয়ে সমাধানের জন্য কাজ করা, গণ-বিরোধী যেকোনো কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম করা। কিন্তু আমরা কি দেখি - যখন শেয়ারমার্কেট থেকে ৪০ হাজার কোটি টাকা লুট করে ৪ কোটি নাগরিককে পথে বসানো হ'ল তখন বিএনপি টু শব্দটি করেনি, যখন ডেস্টিনি, "বিসমিল্লাহ", হলমার্ক গ্রুপের কেলেঙ্কারীতে জনগণের হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যায় তখন ও বিএনপি নিশ্চুপ, যখন তিস্তা নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয় তখন ও বিএনপির মুখে কথা নেই, যখন কুইক-রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সরকারি দলের দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় তখন ও বিএনপির কোনো কার্যকরী ভূমিকা নেই, যখন সীমান্তে নিরীহ বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করে তখন ও বিএনপি কোনো রা' করেনা, যখন সরকারি দলের লোকের হাতে প্রতিদিন অসংখ্য মানুষ খুন-গুম হয় তখন ও বিএনপি বসে বসে ঝিমায়, যখন সরকার প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারি করে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে ধূলিস্যাত করে, দেশের স্বার্থ অনায়াসে বিকিয়ে দেয় তখন ও বিএনপি বসে বসে হিসেব কষে, যখন অনির্বাচিত একটা সরকার জনগণের কাঁধে চড়ে বসে তখন ও বিএনপি বসে বসে আঙ্গুল চূষে।
এরকম বিরাট বিরাট এতোগুলো জাতীয় ইস্যুকে পূঁজি করে যারা বিপুল জনসমর্থন আদায় করতে পারেনা, দেশবাসীকে সংগঠিত করে একটা গণ-অভ্যুত্থান ঘটাতে পারেনা, একটা সফল আন্দোলন করে সরকারকে হঠাতে পারেনা, তাদেরকে কি কারণে একটা রাজনৈতিক দল বলা যাবে তা আমার মাথায় আসেনা। গত সাত বছর ধরে বিএনপি শুধু একটা দাবিই করে আসছে, "নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে", কিন্তু তাদের সেই দাবির প্রধান কারণ নিজেদের ক্ষমতায় যাবার পথ সুগম করা। জনগণের কোনো সমস্যার সাথে সম্পৃক্ত না হয়ে কিংবা নাগরিকদের ইস্যুর প্রতি ভ্রূক্ষেপ না করে বিএনপির শুধু একটাই খায়েস, "ক্ষমতায় যেতে চাই"। এরকম একটা রাজনৈতিক দলের কোনো প্রয়োজন আছে কি? বিএনপির অস্তিত্ব এখনো টিকে আছে শুধু একটি কারণে - আওয়ামী লীগের কাজকর্মে মানুষ দারুণভাবে অতীষ্ঠ, নতুবা বিএনপির মতো কোনো দলের নাম এখন কেউ জানার প্রয়োজন পড়তো না।
No comments:
Post a Comment