চাঞ্চল্যকর তথ্য ফাঁসভারতের নির্বাচনে শেখ হাসিনার ২০ মিলিয়ন ডলারের তহবিল সরবরাহ
ঢাকার সুত্র জানিয়েছে, বছর দু’য়েক আগে রাশিয়া থেকে ১ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ প্রায় ১০০ মিলিয়ন ডলার লাভ করেন শেখ হাসিনা। এছাড়াও পাওয়ার সেক্টরের কমিশন, স্যাটেলাইট স্থাপন, রাশিয়া থেকে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, চায়না থেকে অস্ত্র ও নৌজাহাজ কেনাকাটার কমিশন এবং আন্তর্জাতিক কল ট্রান্সফারের নিয়মিত কমিশন বাবদ অর্থের বিরাট চালান সুইস ব্যাংক, ম্যাকাও অফশোরে এবং বেলারুশে বিভিন্ন ব্যব্সায় লগ্নি করা হয়। ভারতীয় সংগ্রেসের জন্য ২০ মিলিয়ন ডলারের নির্বাচনী ফান্ড সুইস ব্যাংক থেকে দিল্লিতে স্থানান্তর সমন্বয় করতে জয়কে ইউরোপ সফরও করতে হয়।ভারতের এবারে নির্বাচনটি কেবল কংগ্রেসের জন্যই ঝুঁকিপূর্ন ছিল তা নয়, বরং আওয়ামীলীগের জন্য ছিল জীবন মরন খেলা।
বিশেষ করে ৫ জানুয়ারীর ভোটারবিহীন জবরদস্তি নির্বাচনের পরে শুধু ভারতের সাহায্য ও সহায়তায় টিকে ছিল আওয়ামীলীগ সরকার। দিল্লিতে কংগ্রেস সরকারের পতন হলে তার ঢেউ ঢাকায় লাগবে, একথা আওয়ামীলীগের কেন্দ্র থেকে অনুধাবন করে আসছিল। সে কারনেরই আওয়ামীলগের সর্বস্ব দিয়ে চেষ্টা করে কংগ্রেসের নির্বাচনী দৌড়ে যোগান দিতে। বিশেষ করে ৫ জানুয়ারীর নির্বাচনকে কেন্দ্র করে অক্টোবর থেকে বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলন দমন ও বিরোধী রাজনীতিকদের ম্যানেজ করতে ভারত সরকারের হাজার কোটি রূপী লগ্নি করার কথা স্মরণযোগ্য। এর জবাবে, আওয়ামীলীগের হাইকমান্ড থেকে ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সহযোগিতার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়।
--উৎস: শেখ নিউজ LINK
http://www.sheikhnews.com/2014/05/20/bdindia/?fb_source=message
No comments:
Post a Comment