কেন্দ্রীয় ব্যাংক যে নতুন অর্থ ছাপিয়ে বাজারে ছাড়ে তা ‘ফাও’ বা প্রায় খরচহীন নতুন অর্থ।
বর্তমানে এ টাকা সুদে সরকারকে বা ব্যাংকগুলোকে দেয়া হয়। ড. উমর চাপড়ার মতে, এ টাকা সুদহীনভাবে সরকারকে দিতে হবে, যাতে সরকার দরিদ্রবান্ধব প্রকল্প কার্যকর করতে পারে। এর একটি অংশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে মুদারাবা বিনিয়োগ হিসেবে দিতে হবে। এর ফলে ব্যাংকগুলো কম লাভের প্রকল্পেও যেতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক কম লাভ পেলেও ক্ষতি নেই, কেননা এই টাকা মূলত ‘ফাও’ টাকা।
ড. উমর চাপড়া আরও বলেছেন, বাণিজ্যিক ব্যাংক যে নতুন অর্থ তৈরি করে তা প্রকৃতপক্ষে ব্যাংকের পরিশ্রমের ফল নয়। তাই এ অর্থ জনগণের পক্ষ থেকে মুদারাবা অ্যাডভান্স হিসেবে গণ্য হবে। এর লাভের অংশ জনগণ পাবে অর্থাত্ সরকারি কোষাগারে জমা দিতে হবে। মুদারাবা হচ্ছে লাভ-লোকসান ভাগাভাগি করা ভিত্তিক ব্যবসা ব্যবস্থা।
বাণিজ্যিক ব্যাংক কীভাবে নতুন অর্থ বানায়? ব্যাংক জানে যে, তার দেয়া ঋণের মাত্র শতকরা দশভাগ দাবি ব্যাংকে আসে। সব দাবি এক দিনে আসে না। এ অভিজ্ঞতার আলোকে ব্যাংকে যদি প্রাইমারি ডিপোজিট ১০ হাজার কোটি টাকা হয় তাহলে তার ৬ বা ৭ বা ৮ গুণ পর্যন্ত টাকা বিনিয়োগ বা ঋণ দেয়। ব্যাংক প্রাইমারি ডিপোজিট বা প্রাথমিক ডিপোজিট পুরোটা হাতে রেখে দিয়ে তার কয়েকগুণ বিনিয়োগ বা ঋণ দেয়।
এটা নগদে দেয়া সম্ভব নয়। ব্যাংকে যারাই ঋণ চায় তাদের অ্যাকাউন্টে ডিপোজিট দেখিয়ে দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, ১০ হাজার কোটি টাকার বিপরীতে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ বা ঋণ দেয়। ইসলামী ব্যাংক বিনিয়োগ দেয়, অন্যান্য ব্যাংক সাধারণত ঋণ দেয়। উপরের উদাহরণে দেখা যায়, ব্যাংক নতুন ৬০ হাজার কোটি টাকা সৃষ্টি করেছে (৭০,০০০ কোটি টাকা – ১০,০০০ কোটি টাকা = ৬০,০০০ কোটি টাকা)।- এটাও মূলত ‘ফাও’ টাকা। এ জন্যই ড. উমর চাপড়া এ অর্থকে জনগণের পক্ষ থেকে ব্যাংককে মুদারাবা অ্যাডভান্স হিসেবে গণ্য করতে বলেছেন। এর লাভের অংশ (ব্যাংকের পরিশ্রমের জন্য প্রাপ্য অংশ রাখার পর) জনগণকে দিতে হবে অর্থাত্ সরকারি ট্রেজারিতে জমা করতে হবে। ব্যাংকের প্রাপ্য অংশ সাধারণত লাভের ৩০/৩৫ ভাগ হয়ে থাকে।
পুঁজিবাদের সমস্যা ও ইসলামী সমাধান সম্পর্কে ড. উমর চাপড়ার ‘ইসলাম ও আধুনিক অর্থনৈতিক চ্যালেঞ্জ’ বইটি (বিআইআইটি প্রকাশিত) পড়ার অনুরোধ করছি।
------------------------ শাহ আবদুল হান্নান , সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
shah_abdul_hannan@yahoo.com
পু্ঁজিবাদের ত্রুটি এবং ইসলামী বিকল্প
ReplyDelete------ শাহ আবদুল হান্নান
C/O, http://www.amardeshonline.com/pages/details/2013/07/06/206985#.VWQ5-NKqqko