Tuesday, April 14, 2015

ভালো মেয়ে চিনবেন কি করে?

Source LINK 
বিয়ে করার জন্য মেয়ে খুজছেন
কিন্তু
ভালো মেয়ে চিনবেন কি করে?
.
আপনাদের জন্য
কিছু টিপসঃ-

.

১) ডিজিটাল মেয়েঃ

.
এরা দেখতে সুন্দরী না হলেও
পার্লারের
দয়ায় সুন্দরী হয়ে যায়, তাদের
বাবার
অনেক টাকা থাকলেও কাপড় কেনার
মত
যথেষ্ঠ টাকা থাকে না, তাই
তারা সর্বদা ছোট কাপড় পরে৷ এই
ধরনের
মেয়েরা প্রেমিকা হিসেবে
অত্যন্ত
ভালো হয় কিন্তু বউ হিসেবে নয়৷
.

২) ভাইরাস মেয়েঃ

.
আপনার চেহারা নিয়ে এদের
কোনো মাথা ব্যাথা নেই, আপনার
পকেটে কি পরিমান
টাকা আছে সেটা তাদের দেখার
বিষয়৷
এইসব মেয়েরা ভাইরাসের মত আপনার
জীবনে চলে আসবে, আপনার পকেট
খালি করবে আবার চলে যাবে;
এরা দেখতে সুন্দরী হয়, অত্যাধিক
আধুনিক এবং চালাক; এইসব
মেয়ে বিয়ে করার আগে ভিক্ষা
করার
প্রশিক্ষণ নিন, কারণ ভবিষ্যৎ
অন্ধকার৷
.

৩) ঝগরাটে মেয়েঃ

.
এইসব মেয়েদের প্রধান লক্ষণ হলো
খুব
সহজে ঝগড়া লেগে যায়,
রাস্তায় কেউ
ভুল করে তার দিকে তাকালেও
ঝগড়া লাগতে পারে, এরা যেমন
সহজে ঝগড়া শুরু করে
ঠিক তেমনি আবার
সহজে মানুষের সাথে মিশে; এদের মন
ভালো থাকে ; ঝগড়া সহ্য করার
ক্ষমতা থাকলে এদেরকে বিয়ে
করুন,
জীবনে সুখী হবেন৷
.

৪) ভাবস মেয়েঃ

.
এদের
ঘরে আয়না থাকে না বলে
নিজেদের
চাদমুখ দেখার সুযোগ হয় না, তাই
তারা নিজেদের
চেহারা সম্পর্কে অবগত না৷ এদের
চেহারা যাই হোক না কেন তাদের
ভাবের
জন্য কেও পাশে ঘেষতে পারে না,
তারা ক্যাটরিনা কাইফকে সর্বদা
নিজের
প্রতিযোগী মনে করে, এদেরকে খুব
বেশি দেখা যায় ফেসবুক এ৷
এদেরকে বিয়ে করা ঠিক না,
কেননা মানুষ বিয়ে করে সংসার
করার
জন্য, কারো ভাব দেখার জন্য নয়৷
.

৫) এনালগ মেয়েঃ

.
এইসব মেয়েরা খুব
বেশি সুন্দরী না হলেও এদের
চেহারাতে একটা মায়াবী ভাব
থাকে;
দুনিয়া নিয়া এদের ধারণা কম,
এরা
একটু
বোকা ধরনের হয়ে থাকে,
ভিতরে কোনো পেচ নেই৷
এরা মানুষকে সহজে বিশ্বাস করে;
এদের রাগ কম তবে মান অভিমান অনেক
বেশি, বউ হিসাবে এরা অত্যান্ত
ভালো হয়৷
তবে বাস্তব সত্য-এনালগ মেয়ে এখন
বিলুপ্ত
প্রায়, এই ধরনের
মেয়ে খুঁজে পাওয়া ভাগ্যের
ব্যাপার৷
.

৬) ছাইয়া মেয়েঃ

.
এরা হলো লেটেস্ট ভার্সনের
মেয়ে,
বাস্তবে এদের অস্তিত্ব নেই, এদের
আরেক নাম ফেসবুক হিজরা ভার্সন৷
ভার্চুয়াল জগতে এদের
বেশি দেখা যায়, বিশেষ করে
ফেসবুক
নামক সামাজিক যোগাযোগ
মাধ্যমে এদের বেশি দেখা যায়,
এদেরকে বিয়ে করার কথা ভাবাও
পাপ৷
।।

No comments:

Post a Comment