Tuesday, December 27, 2016
Bangla Talk Show Program Tritio Matra on 13 December 2016
গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম ===>>
(১৯৭০ সনের নভেম্বরের) ঘূর্ণিঝড়ের ২৩ দিনের দিন আমরা ত্রান ফেলতে যাই। রায়পুরা, হাতিয়া আর উপকূলীয় নানা দ্বীপের উপর দিয়ে আমরা উড়ে যাচ্ছিলাম। কিন্তু প্রানের কোন চিহ্ন দেখছিলাম না। এমন কাউকে পাচ্ছিলামনা কিংবা কোন নাড়াচাড়া দেখছিলামনা যেটা দেখে আমরা তাদের উদ্দেশ্যে কিছু দিতে পারি। আমরা নীচে নামতে থাকলাম, ৫০০০ ফিট, ২০০০ ফিট, ১০০০ ফিট, কিন্তু কোন জীবিত প্রানীই আমরা দেখতে পাচ্ছিলামনা। পুরো অঞ্চল দুমড়ে মুচড়ে গেছে। সে বর্নণা অন্য এক আলাদা অধ্যায়। তবে ১০০০ ফুতে নেমে আসার পর আমরা মাটির উপর কালো কালো কিসের যেন সারি সারি দাগের মত দেখতে পাচ্ছিলাম। আমাদের কৌতুহল হয়। আমরা আরো নীচে আসি, ৫০০ ফিট, ৩০০ ফিট, ২০০ ফিট… আমাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। উপর থেকে যেসব কালো কালো দাগের মত দেখছিলাম, সেসব আসলে মৃতদেহ। মানুষ, গবাদিপশু সবার মৃতদেহ। সাগরের পানি সরে যাবার পর মৃতদেহগুলো মাটির উপর সারি সারি হয়ে পরে আছে। এতদিনেও কেউ তাদের সরাতে আসেনি। পঁচে গিয়ে কালো কালো দাগের মত দেখাচ্ছিলো উপর থেকে। এই ঘটনাগুলো আমি সেভাবে নিজের কাছে কিছু বন্ধু আর পরিবারের লোক ছাড়া কাউকে সেভাবে কখনোই বলিনি। কিন্তু জীবনের শেষে এসে আমার খুব ইচ্ছা আসলে কি হয়েছিলো তার কিছু কিছু ঘটনা পরের প্রজন্মকে জানিয়ে যাবার। এজন্য আমার এখন খুব কথা বলতে ইচ্ছা করে একজন সাধারন বৃদ্ধ মানুষের মতই, যে সুযোগ পেলেই কথা বলতে চায়।
C/O, https://goo.gl/Ts6phY
Wednesday, August 24, 2016
কী বিচিত্র নারীবাদের ‘বাংলাদেশ ভার্সন’ !
সৌদিতে সকালে বাবা বিকেলে ছেলে নারী গৃহকর্মীদের দেহভোগ করে! ???
Labels:
anti Bangladesh,
anti Islam,
Arab,
Bangladesh,
KSA,
woman,
XXX
Saturday, August 13, 2016
১৯ মার্চ ১৯৭১ : সেকেন্ড বেঙ্গল ও জয়দেবপুরের প্রতিরোধ যুদ্ধ
১৯ মার্চ ১৯৭১ : সেকেন্ড বেঙ্গল ও জয়দেবপুরের প্রতিরোধ যুদ্ধ
-------- মে. জে. (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক
-------- মে. জে. (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক
Tuesday, February 23, 2016
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা
Source LINKFriday, January 15, 2016
Friday, January 8, 2016
ভারতীয় গোয়েন্দা সংস্থা "র"
Source LINK
ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" অতি পরিচিত একটা নাম এদেশে অথচ এ সম্বন্ধে আমরা কিছুই জানি না। অন লাইনে যে তথ্য পাওয়া যায় সে গুলো এক করে এখানে দেয়া হল।। জেনে রাখুন।
ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" অতি পরিচিত একটা নাম এদেশে অথচ এ সম্বন্ধে আমরা কিছুই জানি না। অন লাইনে যে তথ্য পাওয়া যায় সে গুলো এক করে এখানে দেয়া হল।। জেনে রাখুন।
Subscribe to:
Posts (Atom)