যে ধরনের নারীকে পুরুষরা জীবনসঙ্গী করতে চায় না ....
প্রবাদ আছে, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’। এটি অনেক বেশীই সত্য। একজন নারী সংসারের হাল ধরে জীবন সুখের করে তুলতে পারে আবার এই নারীই পারেন সংসার একেবারে ধ্বংস করে দিতে। কথা হচ্ছে, পুরুষেরা কীভাবে নির্বাচন করেন নিজের জন্য যোগ্য নারী? পুরুষের চোখে নারীরা সৃষ্টির শুরু থেকেই অনেক আকর্ষণীয়। কিন্তু নারীর কিছু বৈশিষ্ট্য পুরুষের চোখে একেবারেই আকর্ষণীয় নয়। আর এইসকল বৈশিষ্ট্য বিবেচনার মাধ্যমেই পুরুষের চোখে সঙ্গীর যোগ্যতা অর্জন করেন নারীরা। আজকের লেকায় যে ধরনের নারীকে পুরুষরা জীবনসঙ্গী হিসেবে অপছন্দ করে তার কিছু ধারণা দেয়া হলো।