Source
LINK ...
আত্মমর্যাদাবিহীন একদল পেশাদার বুদ্ধিজীবী বর্তমানের বাংলাদেশে টিকে আছে।
C/O, https://www.facebook.com/rasel.pervez
হঠাৎ করে একদিন আনিসুক হকের সাথে দেখা হলো। তাকে বললাম গদ্যকার্টুন ধর্ম অবমাননা ইস্যুতে বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিলো। তিনি বললেন বাংলাদেশের পরিস্থিতিতে বাক-স্বাধীনতা শিল্পীর স্বাধীনতা এই ধরণের গোয়ার্তুমি করলে ঘাড়ে মাথা রাখা কঠিন। আগে বেঁচে থাকতে হবে।
এভাবে ক্ষমা চাইলে অদ্ভুত মানসিকতার মানুষেরা প্রশ্রয় পায়- তারা আরও অনেক বেশী বশ্যতা দাবী করে। বাংলাদেশের ধর্মভীরু মানুষেরা ঘাড়ে কোপ দিয়ে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নির্মাণের প্রশিক্ষণ নিচ্ছে এখন। অপরাপর ধর্মপ্রবন মানুষেরা এই অপরাধকে মৌন-প্রকাশ্য সমর্থন দিচ্ছে। ভয়ংকর অপরাধ করেও যখন কেউ বাহবা পায়, যখন তার অপরাধকে অবজ্ঞা করা হয় কিংবা অপরাধের গুরুত্ব কমানোর জন্যে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরণের যুক্তি তুলে ধরা হয়- আরও অনেকগুলো একই ধরণের অপরাধের সম্ভাবনা বাড়ে।